You have reached your daily news limit

Please log in to continue


করোনাভাইরাসে মৃতরা শহীদ, ইসলাম ধর্মানুসারে তাদের গোসল ও কাফনের প্রয়োজন নেই বললেন আসাদুজ্জামান ওয়াইসি

ভারতের হায়দ্রাবাদের এমপি ও ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি ব্যারিস্টার আসাদুজ্জামান ওয়াইসি এসম্পর্কিত বিবৃতি উর্দুতে দিয়ে বলেন, ‘ ‘জিস ইনসানকা ইন্তেকাল ‘ওয়াবা কি ওয়াজা’ সে হোতা হায়, ইসলাম মে উসকা দরজা শাহীদ কা হোতা হায়, শুহাদা কো গুসল আউর কাফান কি জরুরত নাহি হোতি আওর আনহে জালদ সে জাল দাফন কিয়া জানা চাইয়ে।’ওয়াইসির এ বিবৃতি বাংলা করলে অর্থ দাঁড়ায় ‘মহামারীতে মৃত সকলেই শহীদের মর্যাদা পাবেন তা ইসলাম ধর্মে বলা আছে। এধরনের লাশের গোসল কিংবা কাফনের কোনো প্রয়োজন নেই। তাদের দ্রুত জানাযা শেষে অল্প মানুষের সাহায্যে দাফন দিয়ে দিন। গত মাসে ভারতের তেলেঙ্গানায় নিজামুদ্দিনে করোনাভাইরাসে মৃত ৯ তাবলিগ অনুসারীদের গোসল ও কাফন ছাড়াই দাফন করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন